অধ্যক্ষ
অধ্যাপক কে এম রব্বানী
স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে এবং গণমানুষের সহযোগিতায় ১৯৮১ সালে "মোংলা কলেজ" নামে কলেজটির যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সমুদ্র-বন্দর মোংলার প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিদ্যাপীঠ অত্র এলাকার মানুষের শিক্ষা ও সংস্কৃতির কাঙ্ক্ষিত চাহিদা মিটিয়ে আলোকিত মানুষ গড়ার এক মহান ব্রত পালন করে চলেছে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এ জনপদবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ বিদ্যাপীঠ আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। ২০১৬ সালের ৩০শে মার্চ কলেজটি "মোংলা সরকারি কলেজ" নামে জাতীয়করণ করা হয়।
মোংলা সরকারি কলেজ বর্তমানে একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও স্নাতক (সম্মান) পর্যায়ে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ পাঠদান করেন। মোংলা সরকারি কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ একটি লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, শ্রেণিকক্ষে প্রজেক্টরে ক্লাস নেওয়ার ব্যবস্থা, ছাত্র-ছাত্রী কমনরুম, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য রয়েছে প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম সম্বলিত বৃহৎ মিলনায়তন। বৃহত্তর পরিসরে কথা বলা ও আলোচনা অনুষ্ঠানের জন্য রয়েছে সাউন্ডসিস্টেম। প্রায় ছয় একর জমির উপর বর্গাকার এবং চতুর্দিকে সীমানা প্রাচীর দ্বারা সুরক্ষিত একটি ক্যাম্পাস, যেটি অসংখ্য বৃক্ষের ছায়ায় ঢাকা। কলেজ চলাকালীন ক্যাম্পাসে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। সকলের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় অত্যন্ত চমৎকার একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে এগিয়ে যাচ্ছে "মোংলা সরকারি কলেজ।"
কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখায় পাঠদান করা হয়। ডিগ্রি পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হয়। রাষ্ট্রবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিভাগে অনার্স পর্যায়ে পাঠদান করা হয়।
কলেজের শিক্ষকবৃন্দ মানসম্মত শিক্ষা প্রদানের জন্য বদ্ধপরিকর। মোংলা সরকারি কলেজ তার লক্ষ্যপূরণে স্ব-মহিমায় এগিয়ে যাবে সব বাধা অতিক্রম করে এটিই আমাদের প্রত্যাশা।